হবিগঞ্জে খোয়াই নদীর ক্রমবর্ধমান দূষণ, দখল ও অবহেলার প্রতিবাদে জেলা শহরের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নৌযাত্রা কর্মসূচি পালন করেছেন। এই আয়োজন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার, নদীর খনন ও তীরবর্তী ময়লা আবর্জনা অপসারণের দাবি জানিয়ে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের ষোলঘর এলাকা প্রদক্ষিণ করে নৌকা র‌্যালি জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে এসে শেষ হয়। নৌ সভায় সভাপতিত্ব করেন খোয়াই রিভারের ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। তিনি বলেন, দু যুগেরও বেশি সময় ধরে দখল ও দূষণ অব্যাহত থাকায় খোয়াই নদী আর নদী বলার উপায় নেই। শহরের ময়লা আবর্জনার ভাগার হয়ে গেছে নদীটি। নির্বিচারে বালু ও মাটি উত্তোলনের কারণে নদী মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

সভায় বক্তারা জানান, একসময়ের খরস্রোতা নদী আজ বৃহৎ ডাস্টবিনে পরিণত হয়েছে। নদীর তীরে ময়লা ফেলা, স্থাপনা নির্মাণ এবং পলিথিন বর্জ্য হাওরের তলদেশে জমা হয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হচ্ছে। এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল ও মাঝি ফারুক মিয়া জানান, একসময় নদী যাত্রী ও পণ্য পরিবহনের প্রধান মাধ্যম ছিল।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, খোয়াই নদীর দূষণ শুধু পরিবেশ নয়, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। আইনের প্রয়োগ, জনসচেতনতা ও প্রতিরোধ ছাড়া নদীর অবশিষ্টাংশও রক্ষা করা সম্ভব নয়।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

হবিগঞ্জ, খোয়াই নদী, নৌযাত্রা