শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কয়েকটি বিভাগে সেমিস্টার ও পুনঃভর্তির ফি পরিশোধের নির্দেশনা জারি করেছে প্রশাসন। এ সিদ্ধান্তকে অযৌক্তিক দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট বিভাগের অনেক শিক্ষার্থী।

মঙ্গলবার (১৮ নভেম্বর) অতিরিক্ত রেজিস্ট্রার শাহিনা সুলতানার সই করা একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে শিক্ষার্থীদের সেমিস্টার ফি ও পুনঃভর্তির ফি পরিশোধ করতে হবে। বিজ্ঞপ্তিটি রসায়ন, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, পলিটিক্যাল স্টাডিজ, ব্যবসায় প্রশাসন, রাসায়নিক প্রকৌশল ও পলিমার বিজ্ঞান, স্থাপত্য এবং বন ও পরিবেশবিজ্ঞান বিভাগে পাঠানো হয়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অনেক বিভাগে এখনো নিয়মিত ক্লাস শুরু হয়নি, আবার কোথাও ২০২৪–২৫ সেশনের পরীক্ষা চলছে। এই পরিস্থিতিতে ফি পরিশোধের নির্দেশনাকে তাঁরা সময়ের আগেই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসেবে দেখছেন।

পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২২–২৩ সেশনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন বলেন, ‘একটা সেমিস্টারের ক্লাস পুরোপুরি শুরু না হতেই হুট করে ফি পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থীই আর্থিকভাবে সংকটে থাকে। হঠাৎ এমন সিদ্ধান্ত ছাত্রবান্ধব নয়।’

অর্থনীতি বিভাগের ২৪–২৫ সেশনের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের পরীক্ষা এখনো চলছে। সিনিয়রদেরও ক্লাস শুরু হয়নি। এই অবস্থায় সেমিস্টার ফি দেওয়া কঠিন। নিম্ন-মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও কষ্টকর।’

এ বিষয়ে অতিরিক্ত রেজিস্ট্রার শাহিনা সুলতানার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সেমিস্টার ফি এবং পুনঃভর্তির ব্যাপারে বিজ্ঞপ্তি বিভিন্ন ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী দিয়েছে। যেসব ডিপার্টমেন্ট আমাদের বলেছে আমরা শুধু সেসব ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তি দিয়েছি। আমরা সব ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পুনঃভর্তি ও সেমিস্টার ফি পরিশোধের নির্দেশনা দেয়নি।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাবিপ্রবি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়