শাহজালাল বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (শাকসু) নির্বাচন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে করার দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসময় তারা ১৭ ডিসেম্বর নির্বাচনের ভোটগ্রহণ-এই ‘হঠকারি সিদ্ধান্ত’ পরিবর্তন না করলে ‘উপাচার্য-সহ-উপাচার্যের পদত্যাগ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর দুইটায় ক্যাম্পাসে ‘শিক্ষার্থীবৃন্দ, শাবিপ্রবি’ ব্যানারে এ কর্মসূচিতে পালন করেন শিক্ষার্থীরা । একই সাথে শীতকালীন ছুটি বাতিলের দাবি জানান শিক্ষার্থীরা।
 
শিক্ষার্থীরা জানান, পৌনে দুইটা থেকে তাঁরা ক্যাম্পাসে জড়ো হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে থেকে শুরু হয়ে বিভিন্ন শিক্ষাভবনের সড়ক প্রদক্ষিন করে পুনরায় একই জায়গায় এসে শেষ হয়। পরবর্তীতে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন তাঁরা।
 
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবির আহ্বায়ক পলাশ বখতিয়ারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম, মানবসম্পদ বিষয়ক সম্পাদক শাকিল মাহমুদ, ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হাসান (শিশির) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুমিনুর রশীদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আজাদ শিকদার, ইসলামী ছাত্রসংস্থার সভানেত্রী আমিনা বেগম, কেমিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের রাশীদ আবরার, অর্থনীতির বিভাগের কামরুজ্জামান, আবরার বিন সেলিম প্রমুখ।


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

সিলেট, শাকসু, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়