ছাতকে জমি নিয়ে বিরোধ : দুই গ্রামের সংঘর্ষে আহত অন্তত ১৫
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ নভেম্বর, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ন
সিলেট নগরের নবাব রোডে এক শিশুকে অপহরণের চেষ্টার ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে লালাদিঘির পাড় এলাকার একটি বাসা থেকে তাঁকে আটক করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) সকালে আটকের বিষয়টি সিলেট ভয়েসকে নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান।
আটক যুবকের নাম হিসাম আহমদ (২০)। তিনি লালাদিঘির পাড় এলাকার বাসিন্দা আলিম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে নবাব রোড এলাকায় প্রাইভেটকার থামিয়ে এক শিশুকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করে দুজন যুবক। ঘটনাটি স্থানীয়দের নজরে এলে তাঁরা প্রতিরোধ করেন। পরে শিশুটিকে ফেলে গাড়ি চালিয়ে দ্রুত সরে পড়ে অপহরণকারীরা। পুরো ঘটনাটি পাশের একটি ভবনের সিসিটিভিতে ধরা পড়ে এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তে কাজ শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় লামাবাজার ফাঁড়ির ইনচার্জ মো. আলী খানের নেতৃত্বে একটি দল লালাদিঘির পাড়ের মাহমুদ ভিলা–এর একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে হিসামকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ঘটনাটির তদন্ত চলছে। প্রাথমিকভাবে একজনকে আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শিশু অপহরণ, আটক, লালাদিঘির পাড়, সিলেট