সিলেটে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। 


এ নিয়ে চলতি বছর অর্থাৎ ১ জানুয়ারি ২০২৫ থেকে রবিবার (৯ নভেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৭৪ জন ।  


রবিবার (৯ নভেম্বর) বিভাগীয় পরিচালকের কার্যালয় (স্বাস্থ্য)  সূত্রে এই তথ্য পাওয়া গেছে।


স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে আরও ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭৪ জনে। কেবল চলতি মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৫৯ জন।


চলতি বছর আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৬৫ জন, সুনামগঞ্জে ৫৪ জন, মৌলভীবাজারে ৫১ জন এবং হবিগঞ্জে ২০৪ জন রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে এ পর্যন্ত একজন ব্যক্তি  মৃত্যুবরণ করেছেন।


বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩৪ জন। এরমধ্যে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল-১, মৌলভীবাজার জেলা সদর হাসপাতাল -২, হবিগঝ্জ জেলা সদর হাসপাতাল-১০, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-৬, জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতাল-৪, ওয়েসিস হাসপাতাল,সিলেট-১, এমএজি ওসমানী মেডিকেল হাসপাতাল-৯, খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতাল, সিলেট-১।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, ডেঙ্গু, শনাক্ত, বিভাগীয়, পরিচালক, স্বাস্থ্য