মোগলাবাজারে প্রায় ৪ হাজার কেজি ভারতীয় চা পাতা জব্দ, চালক গ্রেপ্তার
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশঃ ২৬ অক্টোবর, ২০২৫ ৮:৫৬ অপরাহ্ন
মোগলাবাজারে প্রায় চার হাজার কেজি ভারতীয় চা পাতা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ভ্যানচালক মো. মুন্নাফ ওরফে মুন্নাকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে।
মুন্না রাজশাহীর বোয়ালিয়া থানার হাদিরমোড় গ্রামের মৃত মনির হোসেনের ছেলে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মাদ সাইফুল ইসলাম প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে পুলিশের একটি দল নগরীর ৪২ নম্বর ওয়ার্ডের শ্রীরামপুর পয়েন্ট এলাকায় গোলাপগঞ্জ-সিলেটগামী সড়কে চেকপোস্ট বসায়। তল্লাশির সময় একটি সাদা কাভার্ড ভ্যান থেকে ৩ হাজার ৯৬৪ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জব্দকৃত চা পাতার আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ ৯২ হাজার ৮০০ টাকা। ব্যবহৃত কাভার্ড ভ্যানটির (রেজি: চট্ট মেট্রো-শ-১১-০৪৫১) মূল্য প্রায় ১০ লাখ টাকা।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে পুলিশ আরও জানায়, আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মোগলাবাজার পুলিশ অভিযান, ভারতীয় চা পাতা জব্দ, সিলেট মহানগর পুলিশ, চা পাচার, এসএমপি সিলেট