সিলেটের সাদা পাথর লুটের ঘটনায় তদন্তে নেমেছে দুদক। 

বুধবার (১৩ আগস্ট) দুপুরে দুদক সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাতের নেতৃত্বে নয় সদস্যের একটি দল সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদাপাথর যায়। 

পরে সেখানে স্থানীয় প্রশাসন, জনসাধারণের কাছ থেকে নানা তথ্য উপাত্ত সংগ্রহ করেন তারা। 

দুদক জানায়, কারা এই লুটপাটের সাথে জড়িত তা অনুসন্ধানেই তাদের এই পরিদর্শন। প্রাথমিকভাবে স্থানীয় পাথর ব্যবসায়ীদের যোগসাজশে এমন লুটপাট হতে পারে বলে ধারণা করছে দুদক। পাশাপাশি স্থানীয় প্রশাসনের ব্যর্থতার কারণও তারা অনুসন্ধান করছেন।


দুদক সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আশরাফ উদ্দিন বলেন, সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে পাথর রুটের সত্যতা পাওয়া গেছে। এখন এই লুটের সঙ্গে কারা জড়িত, প্রশাসন কেন নিরব ছিল, প্রশাসনের যোগসাজেশ আছে কী না এবং লুট করা পাথর কোথায় নেওয়া হয়েছে তা অনুসন্ধান করা হচ্ছে। পরিদর্শনকালে স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হয়েছে। সবকিছু নিয়ে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হবে। যাদের বিরুদ্ধে অনিয়ম পাওয়া যাবে বিধিমোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Single News Bottom

শেয়ার করুনঃ

অনুসন্ধান থেকে আরো পড়ুন

সাদা পাথর, ভোলাগঞ্জ, সিলেট, দুদক