ছবিঃ সংগৃহীত

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল লেনদেন সেবা ‘গুগলপে’। গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি। সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসাকার্ডধারী সিলেটবাসীরাও এ সেবার পাবেন।


 মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গুগল পে’ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসানএইচমনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এনজ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।


এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুরআরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মীকুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদকামাল, এবং ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বিরআহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।


অনুষ্ঠানে গভর্নর আহসান এইচ মনসুর বলেন, ‘বিদেশি ব্যবসায়ীরা দেশে আসলে টাকা পাচার হবেনা বরং দেশের উপকার হবে। আমরা চেষ্টা করছি ক্যাশলেস জগতে প্রবেশ করতে। এরই মধ্যে তা সম্ভব হচ্ছে।গুগল পে চালুর মাধ্যমে বাংলাদেশ ক্যাশলেস সোসাইটি’র দিকে আরও একধাপ এগিয়ে গেল।’


তিনি আরও বলেন, ‘আমরা আশা করবো দেশি-বিদেশি উদ্যোক্তাদের মিলনমেলা বাংলাদেশেগড়েউঠবে।বিদেশিদের কাজের ফলে দেশই উপকৃত হবে।’


জানা গেছে, গুগল পে চালু করেছে সিটিব্যাংকপিএলসি, যা দেশের প্রথম ব্যাংক হিসেবে এই সেবার সঙ্গে যুক্ত হয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসাকার্ডধারীরা তাদের কার্ড গুগলওয়ালেট-এ যুক্ত করে গুগল পে ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে সুবিধা আরও বাড়বে।


গ্রাহকরা গুগল পে ব্যবহার করে দেশ বা বিদেশের যেকোনো পয়েন্ট-অব-সেল টার্মিনালে অ্যান্ড্রয়েড ফোন ট্যাপ করে দ্রুত, নিরাপদ এবং কার্ডবিহীন লেনদেন করতে পারবেন।


এই সেবা ব্যবহারের জন্য গ্রাহকের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন প্রয়োজন হবে। গুগল পে অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে কার্ডের তথ্য যুক্ত করতে হবে। একবার কার্ড যুক্ত হয়ে গেলে, স্মার্টফোন ট্যাপ করেই দোকান বা রেস্তোরাঁয় অর্থ পরিশোধ করা যাবে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই লেনদেনে গুগল কোনো ফি বা মাশুল নেয় না।


শেয়ার করুনঃ

বাংলাদেশ থেকে আরো পড়ুন

গুগল পে বাংলাদেশ, সিটি ব্যাংক গুগল পে, ডিজিটাল পেমেন্ট সেবা, বাংলাদেশে ক্যাশলেস সোসাইটি, গুগল পে অ্যাপ