গোয়াইনঘাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণ
কৃষি
প্রকাশঃ ১০ এপ্রিল, ২০২৫ ১:৩৩ পূর্বাহ্ন
কৃষি ও কৃষকেরাই দেশটাকে বাঁচিয়ে রেখেছেন মন্তব্য করে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘এ জন্য কৃষকদের সব সময় ধন্যবাদ দিতে হবে। কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করা হবে। সরকার ধান কিনবে। ধান কেনায় কোনো সিন্ডিকেট হলে সেটি আমরা সোজা করে দেব।’
সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন কৃষি উপদেষ্টা।
বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় একজন কৃষকের ধান কম্বাইন হারভেস্টারে কেটে উদ্বোধন করেন তিনি। এরপর কৃষকদের সঙ্গে ফসল, হাওরের ফসল রক্ষা বাঁধ, ধানের দামসহ নানা বিষয়ে কথা বলেন উপদেষ্টা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘সরকার ধান ও চাল ক্রয়ের জন্য দাম নির্ধারণ করেছে। সেই অনুযায়ী যথাসময়ে ধান-চাল কেনা শুরু হবে। কৃষকেরাই আমাদের ভরসা। তাঁরা নানাভাবে বঞ্চিত হন। কৃষকেরা যাতে ধানের ন্যায্য দাম পান, সে জন্য সরকারিভাবে আমরা ধান ক্রয় করব।’ তিনি আরও বলেন, দেশে এবার ভালো ধান হয়েছে। খাদ্যসংকটের কোনো আশঙ্কা নেই। প্রচুর খাদ্য মজুত আছে।
কৃষকেরা উপদেষ্টার কাছে হাওরের ফসল রক্ষা বাঁধের দুর্বলতা ও রাবার ড্যামের সমস্যা তুলে ধরেন। এ সময় উপদেষ্টা স্থানীয় এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের খোঁজ করেন। তিনি উপস্থিত না থাকায় উপদেষ্টা ফোনে তার সঙ্গে কথা বলেন। তখন তাঁকে বলতে শোনা যায়, ‘সাত দিনের মধ্যে ড্যাম রিপেয়ার করবেন, না হলে আপনাকে কিন্তু রিপেয়ার করে দেব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, কাম করবেন না। সাত দিনের মধ্যে এটা করবেন...।’ বাঁধ নিয়ে কোনো সমস্যা হলে প্রকৌশলীকে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মুশফিকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।
সুনামগঞ্জ, স্বরাষ্ট্র উপদেষ্টা, কৃষি উপদেষ্টা, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, কৃষি, কৃষক