জুলাই অভ্যূত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে গণমিছিল ও আলোচনা সভা করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক ও সুনামগঞ্জ-৩ আসনে জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।

 

মিছিল পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ তালহা বলেন, পূর্বসূরীরা উন্নয়নের যে বীজ বপন করে গিয়েছেন সে বীজের পরিচর্যার জন্য আমি মালী হতে চাই। আপনারা আমাকে পাঁচটি বছর কাজ করার সুযোগ দিন, এর সুফল আপনারা ভোগ করবেন।

 

শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাও. হোসাইন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আবদুল হাফিজের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা জমিয়তের নির্বাহী সভাপতি মাও. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সাংগঠনিক সম্পাদক এম শাহীনুর রহমান শাহীন, জেলা যুব জমিয়তের সাংগঠনিক সম্পাদক ওয়েছ আহমদ, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাও. ছাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. আফাজ উদ্দিন ও উপজেলা ছাত্রজমিয়তের সভাপতি আহমেদ কবির।

 

এসময় উপজেলা জমিয়তের তৃণমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Single News Bottom

শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন