সিলেট সফরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আগামীকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি দুই দিনের জন্য সিলেট আসবেন। এ সরকারি সফরে তিনি বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, উঠান বৈঠক এবং ভোটার সচেতনতা কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা গেছে।

 

জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় তিনি ঢাকার মিরপুরে নিজ বাসভবন থেকে সড়কপথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে উড়োজাহাজে রওনা হয়ে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি রাত ৮টায় সিলেট সার্কিট হাউজে গিয়ে অবস্থান করবেন।

 

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় সার্কিট হাউজে গণভোট উপলক্ষে সিলেট বিভাগের জেলা পর্যায়ের কোর অফিসারদের সঙ্গে মতবিনিময় করবেন স্বাস্থ্য উপদেষ্টা। সকাল ১১টায় সিলেট জেলা তথ্য অফিসের আয়োজনে লাক্কাতুরা চা বাগানে একটি উঠান বৈঠকে অংশ নেবেন তিনি।

 

পরে বিকেল সাড়ে ৩টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘ভোটার গাড়ি’র মাধ্যমে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিদর্শন করবেন নূরজাহান বেগম। এরপর বিকেল ৫টায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সিলেট বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন।

 

সফর শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সার্কিট হাউজ ত্যাগ করবেন। রাত ৮টা ৫ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে উড়োজাহাজে যাত্রা করে রাত ৮টা ৫৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন এবং রাত সাড়ে ৯টায় নিজ বাসভবনে ফিরবেন।

 

এই সফরে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, উপদেষ্টার একান্ত সচিব, উপপ্রধান তথ্য কর্মকর্তা ও প্রটোকল অফিসার সফরসঙ্গী হিসেবে থাকবেন। সফরের সার্বিক সমন্বয় ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন সিলেটের জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন এবং ওসমানী মেডিকেল কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট সফর, স্বাস্থ্য উপদেষ্টা, পরিবার কল্যাণ মন্ত্রণালয়, নূরজাহান বেগম