সুনামগঞ্জে গণভোট প্রদানে ভোটার ও প্রার্থীদের মধ্যে অবহিতকরণ সভা
দৈনন্দিন
প্রকাশঃ ১৪ জানুয়ারী, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
সুনামগঞ্জের দিরাইয়ে ইসলাম উদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২ টার দিকে উপজেলা ছাত্রদল ও দিরাই ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে থানা পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দিরাই সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জামিল আহমদের সভাপতিত্বে ও দিরাই পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুবের সর্দার দিগন্ত, ছাত্রদল নেতা রাজিব মিয়া, সহিদুর রহমান, উপজেলা সে্চ্ছাসেবক দলের আহ্বায়ক ডালিম সর্দার, নিহতের ছেলে দিরাই উপজেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ খোকন।
এ সময় বক্তারা জানান, ইসলাম উদ্দিন হত্যার মাস খানেক পেরিয়ে গেলেও মূলহুতা ও জাড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। তাই অতিদ্রুত জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামে দুইপক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের লাঠিসোটা ও অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই নিহত হোন একই গ্রামের ইসলাম উদ্দীন।
দিরাই, মানববন্ধন, গ্রেপ্তারের দাবি