সিলেটের আখালিয়া নতুন বাজার এলাকায় একটি মার্কেটের জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে নয়াবাজার পয়েন্ট এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

স্থানীয় সূত্র জানায়, নয়াবাজার পয়েন্টে একটি মার্কেটের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে সাদ্দাম গং ও আবিদ গংয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার সকালে সাদ্দাম গংয়ের লোকজন ওই জায়গায় গেলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে আহত ব্যক্তিরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আহতরা হাসপাতালে চিকিৎসা নিয়ে চলে গেছেন। এ ঘটনায় এখনো কোনো পক্ষ মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

সিলেট, আখালিয়া, মার্কেট দখল,সংঘর্ষ, আহত