নীতির উদ্দেশ্য
সিলেট ভয়েস বিশ্বাস করে মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের ভিত্তি। তবে এই স্বাধীনতা যেন দায়িত্বহীনতায় না গড়ায়, সে লক্ষ্যেই এই মুক্তমত নীতিমালা প্রণয়ন করা হলো। লেখক, পাঠক এবং সম্পাদক—তিন পক্ষের মধ্যে দায়বদ্ধ, তথ্যভিত্তিক ও প্রাসঙ্গিক মতপ্রকাশ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।
লেখার ধরন ও শ্রেণিবিন্যাস
মুক্তমত বিভাগে নিম্নোক্ত ধরনের লেখা গ্রহণযোগ্য:
- অভিমত: কোনো সামাজিক, রাজনৈতিক বা নীতিগত বিষয়ে লেখকের ব্যক্তিগত ব্যাখ্যা, দৃষ্টিভঙ্গি।
- মতামত: চলমান ইস্যু বা বিশেষ ঘটনার ওপর বিশ্লেষণধর্মী পর্যবেক্ষণ ও মূল্যায়ন।
- উপসম্পাদকীয়: গভীর বিশ্লেষণ, গবেষণানির্ভর যুক্তিনিষ্ঠ মত প্রকাশ, বিশেষজ্ঞের দৃষ্টিভঙ্গি।
- চিঠিপত্র: সাধারণ পাঠকের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া বা মত।
তবে পূর্বে অন্য কোন গণমাধ্যমে (প্রিন্ট কিংবা অনলাইন, স্থানীয় কিংবা জাতীয়) দৈনিকে প্রকাশিত লেখা সিলেট ভয়েস প্রকাশ করবে না। প্রকাশিত প্রতিটি লেখা পূর্বে অপ্রকাশিত হতে হবে।
বিষয়বস্তু: কী নিয়ে লেখা যাবে
সিলেট কেন্দ্রিক ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় অগ্রাধিকার পাবে। তবে জাতীয় বা আন্তর্জাতিক কোনো ইস্যু সিলেটের প্রেক্ষাপটে বিশ্লেষণ করলে সেটিও গ্রহণযোগ্য হবে।
সম্ভাব্য বিষয়:
- সিলেট শহর বা বিভাগের নাগরিক সমস্যা (জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, ট্রাফিক ইত্যাদি)
- স্থানীয় রাজনীতি ও প্রশাসনিক স্বচ্ছতা
- শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু পরিবর্তন
- নারী, শিশু, তৃতীয় লিঙ্গ ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার
- সিলেটের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, সাহিত্য, সংগীত ও লোককাহিনি
- চা-শ্রমিক, হাওরবাসী, পাহাড়ি জনগোষ্ঠীর সমস্যা ও সম্ভাবনা
- স্থানীয় অর্থনীতি, পর্যটন, উদ্যোক্তা ও এসএমই খাত
- এনআরবি (প্রবাসী সিলেটি) সমাজের প্রভাব
- আদালত, আইনি প্রক্রিয়া ও মানবাধিকার বিষয়ক অভিজ্ঞতা
- তরুণদের ভাবনা, ক্যাম্পাস-জীবন ও কর্মসংস্থান-সংকট
ভাষা, শৈলী ও মৌলিকত্ব
- ভাষা হতে হবে সুস্পষ্ট, প্রাঞ্জল ও দায়িত্বশীল।
- অশালীন শব্দ, গালাগালি, বিদ্বেষমূলক উক্তি বা ব্যক্তিগত আক্রমণ চলবে না।
- অতিরিক্ত সাহিত্যিকতা, দুর্বোধ্য শব্দচয়ন বা বিতর্কিত রূপকের ব্যবহার এড়িয়ে চলতে হবে।
- বাংলা বানানে যথাসম্ভব শুদ্ধতা বজায় রাখতে হবে (বাংলা একাডেমির প্রমিত বানান রীতি বা পরিশীলিত চলিত ভাষা অনুসরণযোগ্য)।
- লেখা মৌলিক হতে হবে। লেখার কোন অংশই অন্য কোন লেখা থেকে অননুমোদিতভাবে ব্যবহার করা যাবে না।
- সিলেট ভয়েস প্রতিটি লেখা প্রকাশের আগে এআইয়ের মাধ্যমে স্বয়ংস্ক্রিয়ভাবে পরীক্ষা করবে।
তথ্য ও উৎস
- লেখায় উল্লিখিত পরিসংখ্যান, উদ্ধৃতি, তথ্য বা যুক্তির বিশ্বস্ত উৎস উল্লেখ করতে হবে।
- তথ্য যাচাইযোগ্য না হলে লেখা প্রত্যাখ্যাত হবে।
- মতামত হলেও তা যেন ‘তথ্যবিমুখ’ না হয়—এটা গুরুত্বপূর্ণ।
লেখার দৈর্ঘ্য
চিঠিপত্র : ১৫০–৩০০ শব্দ
মতামত/অভিমত : ৫০০–৭০০ শব্দ
উপসম্পাদকীয় : ৮০০–১২০০ শব্দ
বেশি শব্দসংখ্যার লেখা বিশেষ বিবেচনায় প্রকাশযোগ্য, তবে সংক্ষিপ্ততা সবসময় শ্রেয়।
লেখকের পরিচিতি ও দায়
- লেখার সঙ্গে লেখকের পূর্ণ নাম, সংক্ষিপ্ত পরিচিতি, পেশা, ছবি ও যোগাযোগের মাধ্যম (ই-মেইল, ফোন নম্বর) পাঠাতে হবে।
- লেখক লেখার বিষয়বস্তু, তথ্য ও মতামতের পূর্ণ দায় বহন করবেন।
- একই লেখা অন্য কোথাও প্রকাশিত হলে অবশ্যই তা উল্লেখ করতে হবে। অপ্রকাশিত লেখা অগ্রাধিকার পাবে।
সম্পাদনার অধিকার
- সিলেট ভয়েস লেখার ভাষাগত সম্পাদনা ও শিরোনাম নির্ধারণের অধিকার সংরক্ষণ করে।
- মতবস্তুর মূল বক্তব্য পরিবর্তন না করে ভাষাগত বা গঠনগত পরিবর্তন সম্পাদকের এখতিয়ারভুক্ত।
- কোন লেখা গ্রহণযোগ্য হবে বা হবে না—তা নির্ধারণে সম্পাদকীয় সিদ্ধান্ত চূড়ান্ত।
গোপনীয়তা ও সম্মান
- পাঠকের ব্যক্তিগত তথ্য বা যোগাযোগ মাধ্যম গোপন রাখা হবে, যদি না তিনি প্রকাশে সম্মত হন।
- গোপন সূত্রের ভিত্তিতে লেখা হলে সেটি প্রকাশ করা হবে না, যতক্ষণ না তথ্যের স্বপক্ষে পর্যাপ্ত প্রমাণ দেওয়া হয়।
প্রত্যাখ্যান ও প্রতিক্রিয়া
- প্রত্যাখ্যাত লেখার ব্যাখ্যা দেওয়ার বাধ্যবাধকতা নেই, তবে প্রয়োজনে লেখককে দিকনির্দেশনা দিয়ে সংশোধন করে পুনরায় পাঠাতে উৎসাহিত করা হবে।
- লেখা পাঠানোর ১৫ দিনের মধ্যে কোন যোগাযোগ করা না হলে লেখাটি প্রকাশের জন্য নির্বাচিত হয়নি ধরে নিয়ে অন্য কোন মাধ্যমে লেখাটি প্রেরণ করতে পারেন।
লেখা পাঠানোর পদ্ধতি
- oped.sylhetvoice@gmail.com এই ইমেইলে লেখা পাঠাতে হবে।
- শিরোনামে লেখাটি কী ধরণের (অভিমত, মতামত, চিঠিপত্র, সম্পাদকীয়) তা উল্লেখ করতে হবে।
- লেখা সরাসরি ইমেইলের বডিতে দেয়া যাবে অথবা আলাদা ডক ফাইলে দেয়া যাবে। তবে পিডিএফ ফরম্যাট গ্রহণযোগ্য নয।
- লেখকের ছবি আলাদা করে সংযুক্ত করতে হবে।
- পরিচিতি মূল লেখার সাথে আলাদা করে দেয়া যাবে অথবা পৃথক ফাইলে দেয়া যাবে।
সিলেট ভয়েস চায় এই বিভাগটি হয়ে উঠুক সিলেটবাসীর চিন্তা, প্রতিবাদ, কণ্ঠস্বর ও ভাবনার খোলা জানালা। পাঠক শুধু খবরের ভোক্তা নয়—তাঁরা সমাজ বদলের অনুঘটকও। তাই মুক্তমত বিভাগে আমরা খুঁজে ফিরি সচেতন, সাহসী ও দায়িত্ববান কলম।