আগামী ২৮ ডিসেম্বরের আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তারিখ ঘোষণা না করতে উপাচার্য এ এম সরওয়ারদ্দিন চৌধুরীকে হুমকির অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বিরুদ্ধে। 



গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) রাতে শাকসু নিবার্চন তারিখ ঘোষণার পর আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার সময় ছাত্রদলের হুমকির কথা উল্লেখ করেন তিনি।


উপাচার্য বলেন, ‘ আমি ভেবেছিলাম ছাত্রদল মনে হয় মিছিল-টিছিল করাচ্ছে। কারণ তারা ২৮ তারিখ থেকে একটা অক্ষরও পেছনে নামবে না বলে থ্রেট (হুমকি) দিয়ে বলছে-ওরা একটা তালা দিয়েছে আমরা গেইটে তালা দিব।’


তিনি বলেন,  ‘২৮ বছর পর আমরা চেষ্টা করে একটা ডেইট দিয়েছি। যেখানে তোমরা ২-৪ হাজার ভোটে জেতার সম্ভাবনা সেখানে আন্দোলন করতেছো কেন।’


ভিসি বলেন, ‘তোমরা সুন্দর সুন্দর কাজ করেছো বলে আমি খুব অনুপ্রাণিত। ক্লিনিং, মেডিকেল ক্যাম্প করেছো, কেউ কেউ গাছ লাগিয়েছো। তোমরা চাইলে সব করতে পার এখন এই পরিবেশটা আনার জন্য শাকসু দরকার। শাকসুটাকে নষ্ট করো না। আমি আজকে আছি কালকে নেই। তোমাদের ২৫ জন শিক্ষক যেখানে বসা, সেখানে একজন শিক্ষকও তোমাদের খারাপ চায় না। সবাই একমতের ভিত্তিতে ১১, ১৩, ১৪, ১৫  তারিখ চিন্তা করেছে। তারপরে গিয়ে ১৭ তারিখে গিয়েছে...।’


সংবাদ সম্মেলন বিলম্বের কারণ হিসেবে উপাচার্য বলেন, ‘আজকে আমি ম্যাথ অলিম্পিয়াডে গিয়েছিলাম। সেখান থেকে অফিসে ফিরে রুমে ডুকে দেখি ছাত্রদলের বিশাল বাহিনী। আমি ছাত্রদলকে ডাকি নাই, প্রো-ভিসি মহোদয়ও ডাকেন নাই, কোষাধ্যক্ষ মহোদয়ও তাদের ডাকে নাই। ছাত্রদল তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য এসেছিল।’


ভিসিকে হুমকির বিষয় জানতে চাইলে বিশ^বিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম সরকার বলেন, ‘আমরা ভিসি স্যারের সঙ্গে দেখা করেছি। আমরা মবের বিরুদ্ধে, আমরা মব চাই না। সেখানে ভিসি স্যারকে থ্রেট (হুমকি) দেওয়া হয়েছে কি না আমি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে জানি না। আমরা ভিসি স্যারের বক্তব্যের তীব্র নিন্দা জানাই।’


শেয়ার করুনঃ

তথ্যপ্রযুক্তি-শিক্ষা থেকে আরো পড়ুন

শাবি উপাচার্য, হুমকি, অভিযোগ, ছাত্রদল, শাকসু, নিবার্চন