মৌলভীবাজারে নির্বাচনে ড্রোন ও বডি অন ক্যামেরা ব্যবহার করবে বিজিবি
নির্বাচন
প্রকাশঃ ১২ জানুয়ারী, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার–২ (কুলাউড়া) আসনে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণে শিক্ষাগত যোগ্যতা ও আর্থিক অবস্থানে স্পষ্ট বৈষম্য দেখা গেছে।
শিক্ষাগত যোগ্যতায় এগিয়ে আছেন বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী, আর সম্পদের দৌড়ে অন্যদের ছাড়িয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী।
হলফনামা অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী নওয়াব আলী আব্বাছ খান এলএলবি ডিগ্রিধারী। তিনি কৃষিখাত থেকে বছরে আয় দেখিয়েছেন ১৯ হাজার ৯৫০ টাকা। এ ছাড়া পেশাগত আয় হিসেবে উল্লেখ করেছেন ৩ লাখ ৯ হাজার ৯৫০ টাকা।
বিএনপির মনোনীত প্রার্থী শওকতুল ইসলাম শকু শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি পাস। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার হলফনামায় নগদ অর্থ ২২ হাজার ৪২২ টাকা, ব্যাংকে জমা ৬৪ হাজার ৯৪৮ টাকা এবং আবাসিক বাড়ির মূল্য ৮ লাখ টাকা উল্লেখ করা হয়েছে।
আল ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মো. ফজলুল হক খান সাহেদ শিক্ষাগত যোগ্যতা হিসেবে কামিল পাস উল্লেখ করেছেন। পেশায় তিনি ব্যবসায়ী এবং বিবাহ ও তালাক রেজিস্ট্রার (কাজী)। তার নগদ অর্থ ৭৫ হাজার ৫৫৭ টাকা, ব্যাংকে জমা ৫ লাখ ৫৫ হাজার ৪৪৩ টাকা এবং মোট সম্পদের পরিমাণ ২৫ লাখ ৩১ হাজার ৫০০ টাকা। হলফনামায় তিনি আগে কুলাউড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান ও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের তথ্যও উল্লেখ করেছেন।
জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার সায়েদ আলী পেশা হিসেবে ব্যবসার কথা উল্লেখ করেছেন। তার বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন, একটি মামলায় খালাস এবং একটি মামলা বর্তমানে বিচারাধীন। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। আয়কর রিটার্ন অনুযায়ী তার বার্ষিক আয় ৩ লাখ ৭০ হাজার টাকা এবং মোট সম্পদ ৩৭ লাখ ৬৫ হাজার টাকা। এ ছাড়া ১২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি মোটরযান থাকার তথ্যও দিয়েছেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল কুদ্দুস হলফনামায় দাওরায়ে হাদিস পাস উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় ৫ লাখ ২০ হাজার টাকা এবং নগদ সম্পদ রয়েছে ২ লাখ টাকা।
স্বতন্ত্র প্রার্থী এম. জিমিউর রহমান চৌধুরী নিজেকে স্বশিক্ষিত হিসেবে উল্লেখ করেছেন। তার হলফনামা অনুযায়ী নগদ অর্থের পরিমাণ ৩২ লাখ ৫৭ হাজার ২০৮ টাকা, ব্যাংকে জমা রয়েছে ১১ লাখ ২০ হাজার টাকা এবং তার স্ত্রীর ব্যাংক হিসাবে জমা রয়েছে ১৩ লাখ ৬৩ হাজার ৭৫০ টাকা।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. আব্দুল মালিক শিক্ষাগত যোগ্যতা হিসেবে অষ্টম শ্রেণি পাস উল্লেখ করেছেন। তার বার্ষিক আয় ৪ লাখ ১৪ হাজার টাকা এবং নগদ সম্পদ ১ লাখ টাকা।
বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী শিক্ষাগত যোগ্যতা হিসেবে এমএসসি উল্লেখ করেছেন। তিনি নগদ অর্থ হিসেবে ৬ লাখ ৩ হাজার ৭৫৩ টাকা এবং ব্যাংকে জমা ৪১ হাজার ২৬৮ টাকার তথ্য দিয়েছেন।
মৌলভীবাজার, হলফনামা, জাতীয় সংসদ নির্বাচন, প্রার্থী