
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট–৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, রক্তের গ্রুপ নির্ণয় অত্যন্ত জরুরি একটি কাজ। কারণ, কখন কার রক্ত লাগবে, তা কেউ জানে না। আগে থেকে রক্তের গ্রুপ জানা থাকলে তা প্রয়োজনে কাজে লাগে।
তিনি বলেন, নিজের প্রয়োজনেই রক্তের গ্রুপ জানতে হবে। এছাড়া গ্রুপ জানা থাকলে অন্যকে রক্তদান করতে সুবিধা হয়। আর রক্তদান একটি মহৎ কাজ। সুস্থ মানুষ নিয়মিত রক্তদান করতে পারেন। একজনের রক্তদানের মধ্য দিয়ে অপরজন জীবন পান, সুস্থ হয়ে ওঠেন। এই মহৎ কাজকে সাধুবাদ দিতে হবে।
রোববার (১২ অক্টোবর) সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের টিকরপাড়ায় হিউম্যান চ্যারিটি অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়সল চৌধুরী বলেন, আমাদের সমাজে নানাবিধ অসুস্থতা বাসা বেঁধেছে। মানুষের সাথে মানুষের দূরত্ব বেড়ে যাচ্ছে। ভালো কাজের পরিমাণ কমে আসছে। মানুষ এখন এককেন্দ্রিক হয়ে পড়ছে। এই অবস্থায় রক্তদানের মতো মানবিক কাজ সমাজের সামগ্রিক কল্যাণে অত্যন্ত জরুরি ভূমিকা রাখছে। রক্তদানের মধ্য দিয়ে মানুষে মানুষে সম্পর্ক গড়ে ওঠছে, মূল্যবোধ প্রতিষ্ঠা পাচ্ছে। তাই রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়সহ সকল ভালো কাজকে এগিয়ে নিতে হবে।
এ সময় সমাজের কল্যাণে যতো ভালো কাজ আছে, তার সাথে একাত্ম থাকার ঘোষণা দেন ওই বিএনপি নেতা।
সংগঠনের সভাপতি শামীম আহমদের পরিচালনায় টিকরপাড়াস্থ ডিএম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠানে আলীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সদস্য মোরশেদুর রহমান পলু, আলীনগর ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা কবির আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাহেল আহমদ, ছাত্রদল নেতা আকরাম আহমদ, রাজু আহমদ, মাহিন আহমদ, নয়ন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি শামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এসএ রুমেল, খালেদ সাইফুল্লাহ, রিপন আহমদ, ছামিয়া আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া ক্যাম্পেইন চলে বিকাল ৪টা অবধি। ক্যাম্পেইনে শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়।
শেয়ার করুনঃ
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন
ফয়সল চৌধুরী, সিলেট বিএনপি, বিয়ানীবাজার, রক্তদান কর্মসূচি, হিউম্যান চ্যারিটি অর্গানাইজেশন