সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩
দৈনন্দিন
প্রকাশঃ ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৬:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পানিতে ডুবে প্রাণ হারিয়েছে তিন বছরের শিশু ফারহান। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ফারহান শত্রুমর্দন গ্রামের খারাশাবাড়ির ওয়াসিম উদ্দিনের ছেলে ও নুর মিয়ার নাতি।
স্থানীয়রা জানান, দুপুরে দাদির সঙ্গে পুকুরঘাটে যায় ফারহান। এসময় অসাবধানতাবশত দাদির অগোচরে পেছনে চলে যায় সে। কিছুক্ষণ পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর বাড়ির দক্ষিণ পাশের ডুবার কচুরিপানার ভেতর থেকে ভেসে ওঠে ফারহানের দেহ। দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুতে পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো গ্রাম। একমাত্র ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা-বাবা, বাকরুদ্ধ হয়ে পড়েছেন দাদা নূর মিয়া।
শান্তিগঞ্জ থানার এসআই তুষারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান।
সুনামগঞ্জ, পানিতে ডুবে মৃত্যু, শান্তিগঞ্জ,