শঙ্কা কাটিয়ে মাঠে ফিরছে এনসিএল-টি২০, এবার সব খেলা সিলেটে
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২১ এপ্রিল, ২০২৫ ৮:৩৬ অপরাহ্ন
সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের হাল ধরতে মরিয়া বাংলাদেশ। প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টাইগাররা। তবে শুরুটা আজও আশানুরূপ হয়নি। দিনের শেষে বাংলাদেশের সংগ্রহ ৫৭ রান, হারিয়েছে ১ উইকেট।
প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয় বাংলাদেশ। ব্যাটিং সহায়ক উইকেটেও নিজেদের ব্যর্থতায় ব্যাকফুটে চলে যায় তারা। জবাবে জিম্বাবুয়ের দুই ওপেনার দারুণ সূচনা এনে দেন দলকে। তবে দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশি পেসার ও স্পিনারদের সমন্বিত বোলিংয়ে জিম্বাবুয়েকে থামিয়ে দেওয়া যায় ২৭৩ রানে। অফ স্পিনার মেহেদি হাসান মিরাজ ৫ উইকেট নিয়ে বল হাতে ছিলেন সবচেয়ে সফল।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। মুজারাবানির ইনসুইং ডেলিভারিতে ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। ফলে উদ্বোধনী জুটি ভাঙে ১৩ রানে।
তবে এরপর ধীরে ধীরে ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হক। দুজনেই খেলেছেন বেশ ধৈর্য নিয়ে। যদিও জয় এক পর্যায়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে পারতেন। কিন্তু কিপার মায়াভোর হাত ফসকে যাওয়ায় রক্ষা পান তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে দিন শেষে জয় অপরাজিত থাকেন ২৮ রানে, আর মুমিনুল হক ১৫ রানে।
দ্বিতীয় উইকেটে তারা গড়েছেন ৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি। তবে এখনো ২৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ। ফলে তৃতীয় দিনের শুরুটা হতে যাচ্ছে টাইগারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় ও মুমিনুলের জুটি বড় করতে না পারলে আবারও চাপে পড়তে হতে পারে দলকে।
সিলেট টেস্ট, বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম