বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ট্রায়ালে অংশ নিতে ইংল্যান্ড থেকে সিলেটে এসেছেন পিপি রেঞ্জার্স ক্লাবের ফুটবলার তানভীর আহমদ। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের দীঘল গ্রামের কৃতিসন্তান।

সোমবার (১৬ জুন) সকাল ১০টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে পৌঁছার পর তানভীরকে ফুল দিয়ে সংবর্ধনা জানান স্বজন ও গ্রামবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শামীম আহমদ, জামিল আহমদ, মো. ওলিদ আহমদ চৌধুরী, রুহুল আমীনসহ আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, তানভীর আহমদ আমাদের এলাকার গর্ব। জাতীয় দলের ট্রায়ালে অংশ নিতে তার আগমন বিয়ানীবাজারবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয়। ছোটবেলা থেকেই তানভীরের বাংলাদেশে যাতায়াত ছিল। এবার সে খেলোয়াড় হিসেবে এসেছে এটা আমাদের জন্য বিশেষ মুহূর্ত।

তানভীর আহমদের মতো প্রতিভাবান প্রবাসী ফুটবলারদের জাতীয় দলের সঙ্গে যুক্ত হওয়ায় আশাবাদী স্থানীয়রা। তারা তানভীরের সফলতা কামনা করেছেন।


Single News Bottom

শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

তানভীর আহমদ, জাতীয় ফুটবল দল, ট্রায়াল, পিপি রেঞ্জার্স, ইংল্যান্ড, সিলেট, বিয়ানীবাজার,