শঙ্কা কাটিয়ে মাঠে ফিরছে এনসিএল-টি২০, এবার সব খেলা সিলেটে
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ৩ সেপ্টেম্বর, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ন
আকাশে সারাদিনই ছিল মেঘের আনাগোনা। আশঙ্কা ছিল বৃষ্টির। সেই শঙ্কাই সত্যি হলো সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে।
টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নেদারল্যান্ডস। ব্যাট হাতে ঝড়ো সূচনা করেন লিটন দাস, সাইফ হাসান ও তাওহিদ হৃদয়। মাত্র ২৫ বলে স্কোরবোর্ডে যোগ হয় ৬০ রান। যদিও ৪.১ ওভারে একটি উইকেট হারায় বাংলাদেশ। এর মধ্যেই নামে বৃষ্টি, বন্ধ হয়ে যায় খেলা।
তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি ছিল মূলত বেঞ্চ শক্তি পরখের সুযোগ। একাদশে এসেছে পাঁচ পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মাহেদী হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে। দলে ফিরেছেন নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শামীম হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিন।
টি টুয়েন্টি ক্রিকেট, বাংলাদেশ বনাম নেদারল্যান্ড ম্যাচ, আন্তর্জান্তিক ক্রিকেট, সিলেট