শঙ্কা কাটিয়ে মাঠে ফিরছে এনসিএল-টি২০, এবার সব খেলা সিলেটে
খেলাধুলা-বিনোদন
উন্নত বিশ্বের আদলে সিলেটের মাঠ প্রস্তুতের পরিকল্পনা বিসিবির।
প্রকাশঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৩২ অপরাহ্ন
শীঘ্রই সিলেটে হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট সেন্টার। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে এ কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এ সময় তিনি বলেন, সিলেটে ক্রিকেট খেলা বেড়ে যাবে। কারণ শীঘ্রই সিলেটে হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট সেন্টার। সেজন্য সিলেট আন্তজার্তিক মাঠের পাশাপাশি জেলা স্টেডিয়ামকেও প্রস্তুত করা হবে। এর আগে দুপুর দেড়টায় তিনি স্টেডিয়াম পরিদর্শন করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার এডহোক কমিটির সদস্য এমরান আহমদ চৌধুরী, ইয়াহইয়া ফজলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, পৃথিবীর বদলে গেছে। এখন বেশিরভাগ মাঠে একাধিক খেলা হয়। সেজন্য সিলেট জেলা স্টেডিয়ামও উন্নত বিশ্বের আদলে প্রস্তুত করা হয়।
পাশাপাশি স্টেডিয়ামের জিমনেসিয়াম, জিমসহ অবকাঠামো উন্নয়নেও বিসিবির পরিকল্পনার কথা জানান তিনি।
ক্রিকেট, বিসিবি, সিলেট, স্টেডিয়াম