নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে লড়াইয়ে নামছে দুদল। 


এর আগে গতকাল শুক্রবার বিকেলে মাঠেই সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে। সাধারণত সিলেটে সিরিজের ট্রফি উন্মোচন হতো মাঠের বাইরে বা চা বাগানে। তবে এবার সরাসরি মাঠের ভেতরেই ট্রফি উন্মোচন করেছেন দুই দলের অধিনায়ক।


এই প্রথম দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস দল। তাদের বিপক্ষে এর আগে পাঁচ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশ হেরেছে কেবল একটিতেই। 


অন্যদিকে, এশিয়া কাপের আগে শেষ সময়ের প্রস্তুতি হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে মাঠে নামার আগে বড় প্রতিপক্ষ না পাওয়ায় ডাচদের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেবে টিম বাংলাদেশ। 


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। মাঠের পাশাপাশি টেলিভিশনের পর্দায় খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন দর্শকরা। এছাড়া অনলাইনেও থাকছে খেলা দেখার ব্যবস্থা।


সিরিজের ব্রডকাস্টার হিসেবে থাকছে দুই বাংলাদেশি টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি। এছাড়া অনলাইনে খেলা দেখাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্যাপম্যাড। পাকিস্তানেও খেলা দেখাবে ট্যাপম্যাড। ভারতে খেলা দেখাবে ফ্যানকোড। এর বাইরে বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে খেলা দেখতে পারবেন।


শুক্রবার ট্রফি উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের প্রধান ফিল সিমন্স। নেদারল্যান্ডস সিরিজ শেষ হওয়ার সপ্তাহখানেক পরেই টিম বাংলাদেশকে নামতে হবে এশিয়া কাপে। কিন্তু এমন টুর্নামেন্টের আগে নেদারল্যান্ডসের কাছে হারলে উঠবে সমালোচনার ঝড়। ওই ঝুঁকি মাথায় রেখেই কি বাংলাদেশ খেলতে নামছে ডাচদের বিপক্ষে?  


সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘আমরা যদি অস্ট্রেলিয়ার কাছে হারি, তখনো সমালোচনা হবে। র‌্যাংঙ্কিংয়ে নিচে থাকা দলের কাছে হারও তাই খারাপ কিছু নয়। কারণ আমরা যদি ভালো না খেলি নির্দিষ্ট দিনে, আমাদের সমালোচনাটা প্রাপ্য। যদি ভালো খেলার পরও তারা আমাদের হারায়, তাহলে যোগ্য হিসেবেই হারাবে।’


এরপর তিনি পরিষ্কার করেই জানিয়ে দেন— প্রতিপক্ষ নয়, মনোযোগটা বরং নিজেদের দিকেই রাখতে চান, ‘আমরা কারও কাছে হার নিয়ে তাই আলাদা করে ভাবি না। আমরা শুধু দেখি, নিজেদের খেলা কোন পর্যায়ে নিতে চাই। আমি নিশ্চিত যদি সেটা খেলতে পারি, তাহলে আমরা জিতব।’


তিনি আরও বলেন, ‘আমরা তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলছি এখানে। যখন আপনি বলবেন আন্তর্জাতিক, সেটার মানে হচ্ছে আন্তর্জাতিক দলের বিপক্ষে খেলবেন। তাঁরা শেষ দুটি বিশ্বকাপে খেলেছে,  ভালোও করেছে।  বিশ্ব ক্রিকেটে কাউকে আন্ডাররেট করার সুযোগ আমি দেখি না। সবারই জয়ের সুযোগ আছে।’


একনজরে বাংলাদেশের স্কোয়াড:


লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন।

Single News Bottom

শেয়ার করুনঃ

খেলাধুলা-বিনোদন থেকে আরো পড়ুন

নেদারল্যান্ডস, বাংলাদেশ, টি-টোয়েন্টি সিরিজ, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম