শঙ্কা কাটিয়ে মাঠে ফিরছে এনসিএল-টি২০, এবার সব খেলা সিলেটে
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ১৯ জুলাই, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) উপজেলার ঐতিহ্যবাহী বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় খেলার মাঠে টুর্নামেন্ট শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সদস্য কামরুজ্জামান কামরুল।
তাহিরপুর উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশন এর আয়োজন ও পরিচালনায় উদ্বোধনী খেলায় বাদাঘাট আদর্শবাদী যুব সংঘ ২-০ গোলে বেরাজালি স্পোর্টিং ক্লাব সুনামগঞ্জকে হারিয়ে জয়লাভ করে।
অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদ, জুলাই অভ্যূত্থানে শহীদ ও আহতের উদ্দেশ্য দোয়া অনুষ্ঠিত হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, ‘তৃণমূল পর্যায়ে খেলাধুলার এমন আয়োজনের মাধ্যমে একজন তরুণের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়ার পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্মৃতিকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে, তবেই একটি আদর্শ ও উত্তম প্রজন্ম তৈরির পথ সুগম হবে।’
তিনি বলেন, একমাত্র খেলাধুলাই পারে তরুণ সমাজকে মরণঘাতী মাদক থেকে দূরে রাখতে। তাই দেশের সর্বত্র নিয়মিতভাবে যেন এমন আয়োজন চালু থেকে সেই আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তাহিরপুর উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ, তাহিরপুর, শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, কামরুজ্জামান কামরুল