শঙ্কা কাটিয়ে মাঠে ফিরছে এনসিএল-টি২০, এবার সব খেলা সিলেটে
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২২ এপ্রিল, ২০২৫ ১২:২৯ অপরাহ্ন
সিলেট টেস্টের তৃতীয় দিনে বৃষ্টির বাঁধায় সকাল থেকে মাঠে গড়ায়নি খেলা। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল থেকে বৃষ্টি শুরু হয়। সাথে দমকা হাওয়াও বইতে শুরু করে। এই পরিস্থিতিতে শুরু হয়নি ম্যাচ। দুপুর ১২টা পর্যন্ত আবহাওয়া অনুকূলে না থাকায় মাঠে নামার সময় পেছানো হয়।
তবে দুপুর সাড়ে ১২টায় এই রিপোর্ট লেখার সময় বৃষ্টি থেমে যায়। বিসিবি জানিয়েছে, দুপুর একটায় শুরু হবে খেলা। আর চা বিরতি হবে ৩টা ২০ মিনিটে।
সিলেটে আগামী চার-পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল সিলেট আবহাওয়া অফিস। তবে দুপুর গড়াতেই থেমে যায় বৃষ্টি। আবহাওয়া কিছুটা অনকূলে আসায় রোদও উঁকি দিয়েছে সিলেটের আকাশে। এ অবস্থায় ম্যোচে ফেরার অপেক্ষায় ক্রিকেটাররা । অবশ্য এর আগে মাঠ প্রস্তুতির কাজ শুরু করে বিসিবি।
এর আগে দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছিল বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ১৩ ওভারে ১ উইকেটে ৫৭ রান নিয়ে। এখনো ২৫ রানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান, ফলে প্রথম ইনিংসে তারা নেয় ৮২ রানের লিড।
সব মিলিয়ে টেস্টের তৃতীয় দিন এখন উত্তেজনার। বাংলাদেশের সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
সিলেট টেস্ট, বাংলাদেশ-জিম্বাবুয়ে, সিলেট